মাটির বাড়িতে ঢুকছে জল, পরিবার নিয়ে আতঙ্কে বাস

আজিজুর রহমান, গলসি : কথায় আছে কারোর পোষ মাস তো কারোর সর্বনাশ। আমন চাষের আগে আকাশের বৃষ্টি‌ অনেকের উপকার হলেও গলসি ১ নং ব্লকের পারাজ গ্রামে তা আতঙ্কের রুপ নিয়েছে। বৃষ্টি পরলেই পরিবার নিয়ে আতঙ্কে বাস করতে হচ্ছে গ্ৰামের মজিবর রহমান মির্জা ও আজিজুর রহমান মির্জার এই দুই ভাইয়ের দুটি পরিবারকে। মাটির বাড়িতে তাদের পরিবারের সাথে রয়েছে বৃদ্ধা বাবা ও মা। পরিবারের লোকেরা জানিয়েছেন, পুরাতন মাটির বাড়ি হওয়ায় তা রাস্তা থেকে নিচু হয়ে গেছে। ফলে বাড়ির নিচে থেকে জল উঠছে। এর জেরে খাওয়া শোওয়া নিয়ে বেজায় সমস্যা হচ্ছে তাদের। পরিবার সদস্যা নুরসুমা বেগম জানিয়েছেন, সামান্য বৃষ্টি হলেই নিচে জল উঠে যায় বাড়ির ভিতরে। তখন পাম্প বা ছোট মোটর দিয়ে জল মারতে হয়। ফলে রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে বেশ সমস্যা হয় তাদের। তাছাড়াও পরিবারের পড়ুয়াদের পড়াশুনা করতে অসুবিধা হয়। তার দাবী, সরকার তাদের আবাস যোজনার বাড়ি দিলে তারা উপকৃত হবে। উম্মেসারা বেগম মির্জা জানান, পুরনো ভাঁঙা বাড়ির দুটি কামরাতে দুই ছেলে থাকে তাদের পরিবার নিয়ে। তারা স্বামী স্ত্রী পাশে একটি ছিটেবেড়া ঘরে বাস করেন। এখন একটু বৃষ্টি নামলেই বাড়িতে জল উঠছে। তারা দুর্দশার কথা পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েছেন। সেখান থেকে এখনও প্রযন্ত কোন সুরাহা পাননি। এ বিষয়ে পারাজ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাজাহান সেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওটি গ্রামের অনেক পুরাতন বাড়ি। পরিবারের নামে আবাস যোজনার বাড়ি এসেছিল। তবে কি কারনে ওই পরিবার দুটি বাদ গেছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না। তিনি পরিবার সদস্যদের সাথে করে বিডিও অফিসে নিয়ে গিয়েছিলেন সেখান থেকেও কোন সদুত্তর পাননি। তবে পরবর্তীতে কোন সুযোগ আসলে যাতে পরিবারটি সরকারি প্রকল্পে বাড়ি পান তার জন্য সাধ্যমত চেষ্টা করবেন।