|
---|
লুতুব আলি, নতুন গতি : মনিপুরের কাংপকপিতে অতি সম্প্রতি দুই মহিলাকে বিবস্ত্র করে রাজপথে ঘোরানোর পরিপ্রেক্ষিতে সারা দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে ভারতের সর্বোচ্চ আদালত তীব্র নিন্দা করেছে। সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে পড়ল মনিপুর। সুপ্রিম কোর্টের মতে মনিপুরে আইনের শাসন নেই। মনিপুরের নক্কারজনক ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের দিকেও আন্দোলন ও নিন্দার ঝড় উঠেছে। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ এই প্রথম কলকাতার বুকে মনিপুরের নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে কলেজ স্কোয়ারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে। কবিতা, গান, গণ সংগীতের মধ্য দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়। নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু। অনুষ্ঠানে সামিল হন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি বরুণ চক্রবর্তী, মধুমিতা ধুত, মুকুল চক্রবর্তী, শেখ মনির উদ্দিন, আইনজীবী সুবোধ চন্দ্র সরকার, বিউটি দাশ, মৃণাল কান্তি সাহা, অধ্যাপিকা অজন্তা আ ড্ডি, পৌলোভি মিশ্র, দেলুয়ার মল্লিক, সায়ন বেরা, বাংলাদেশের বিশিষ্ট দুই কবি মোঃ আমির হোসেন, শহিদুল ইসলাম লিটন প্রমুখ। এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত করার জন্য সাধুবাদ জানান পুনা থেকে বিশিষ্ট কবি ধ্রুবব্রত দত্ত, কলকাতার কবি রঞ্জনা গুহ, শিব শংকর বক্সী। প্রসঙ্গত উল্লেখ্য, মনিপুরের ঘটনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দিল দুই মহিলার নির্যাতন ও ঘটনার পরাক্রম মনিপুরের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। হিংসার তদন্তেও মনিপুরের পুলিশ স্বদর্থক ভূমিকা দেখায়নি। মনিপুরের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠন করার কথা ভাবছেন।