মেমারীর অন্যতম চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান নয়নিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক দিবসীয় চক্ষু পরীক্ষা শিবির

নূর আহমেদ, মেমারি : ২ অগাষ্ট,মেমারীর অন্যতম সেরা চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান “নয়নিকা”র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক দিবসীয় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রায় দেড়শ জন মানুষের চোখ পরীক্ষা করা হয় এবং চোখ সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় সম্পূর্ণ বিনা খরচে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আজকের শিবিরকে কেন্দ্র করে দুজন চিকিৎসক এই প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন। এই চিকিৎসক দুজন হলেন ডাক্তার দীপায়ন সরকার, রেটিনা বিশেষজ্ঞ এবং ডাক্তার জন্মেঞ্জয় সরকার, ডায়াবেটিস বিশেষজ্ঞ। সেন্টার ইনচার্জ অনিমা দেবী জানান এই প্রতিষ্ঠানে সারা বছর চোখের যাবতীয় চিকিৎসার বিশেষ ব্যবস্থা আছে। আজ প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে সম্পূর্ণ বিনা খরচে চোখ পরীক্ষা করা হচ্ছে এবং সুগার ও প্রেসার পরীক্ষা করা হচ্ছে, কোথাও কোনো পয়সা লাগছে না। তবে ওষুধের ক্ষেত্রে ১০% এবং বিশেষ পরীক্ষার ক্ষেত্রে ৫০% কেবল আজকের জন্য ছাড়ের ব্যবস্থা আছে। আজকের শিবিরে সম্মানীয় অতিথি রূপে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ড সভাপতি অজিত সিং।