|
---|
নূর আহমেদ,মেমারি, ২ অগাষ্ট : মেমারির সাতাগাছিয়া বাজারে একটি মোটরসাইকেলের টুলবক্স থেকে, টাকা ও সোনার বালা, চুরির অভিযোগে পান্ডুয়া থেকে গ্রেফতার দুই, ধৃতদের বুধবার আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। জানা যায় মঙ্গলবার সকালে, মানিক লাল মন্ডল নামের এক ব্যক্তি, কাজের সূত্রে মোটরসাইকেল রাস্তার ধারে রেখে সাতগাছিয়ার বাজারের কাছে ব্যাঙ্কে যায়। সেখান থেকে ৪০ হাজার টাকা ও বন্ধক দেওয়া দুটি সোনার বালা বার করে বাইকের টুল বক্সে রেখে পাশে বাজারে যায়। বাজার সেরে ফিরে এসে দেখেন, মোটরসাইকেলের টুলবক্স টি, খোলা অবস্থায় আছে, মোটরসাইকেলের টুলবক্সে, ৪০ হাজার টাকা, ও দুটি সোনার বালা ছিল, যা চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন। পুলিশ সিসিটিভি ক্যামেরায় দেখে বুধবার সকালে পান্ডুয়া এলাকা থেকে দুইজন ব্যক্তিকে গ্রেফতার করে। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ, ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা-রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম -মনোজ দাস, সৌদ রহমান মন্ডল। আদালত ধৃতদের ৬ অগাষ্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
নূর আহামেদ, মেমারি