|
---|
আজহারউদ্দিন : সম্প্রতি বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণের জন্য মাদ্রাসার পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হয়েছে প্রচুর এই সমস্ত মাদ্রাসাতে বিনামূল্যে বই পায়ের জুতো পোশাক দেওয়া হয়। এছাড়াও ২৩৫টি আন এডেড মাদ্রাসার শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের জন্য ১০০ কোটি টাকা খরচ হবে, পাশাপাশি আর আন এডেড মাদ্রাসার রাজ্য সভাপতি মাওলানা কাজী মিরাজুল ইসলাম বলেন রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে। যার ফলে গ্রাম বাংলা প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা আজ স্কুলমুখী হয়েছে। আন এডেড মাদ্রাসার তিনজন শিক্ষকের বিসয়টাএকটু দেখার জন্য অনুরোধ করছি। আশাকরি মুখ্যমন্ত্রী কিছু একটা ব্যবস্থা করবেন বলে আশাবাদী মিরাজুল ইসলাম।