অপুষ্টিভুক্ত শিশুদের পাশে দাঁড়ালো মঙ্গলকোট প্রশাসন

সম্প্রীতি মোল্লা,মঙ্গলকোট : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে তিনটি অপুষ্টিভুক্ত শিশুর সন্ধান পেয়েছে ব্লক প্রশাসন । তাদের পুষ্টির জন্য দায়িত্ব নিলেন ব্লকের দুই আধিকারিক এবং একজন সমাজসেবী । একটি নির্দিষ্ট দল সমগ্র মঙ্গলকোট ব্লক জুড়ে শিশুদের সম্পর্কিত পর্যবেক্ষণ চালায় । সেখানে ১৫টি  শিশুর সন্ধান পাওয়া যায়, যারা অপুষ্টি ভুক্ত । তাদের মধ্যে অতিরিক্ত অপুষ্টিমভুক্ত বাচ্চারা হলেন রুম্পা মাঝি, বাড়ি শীতলগ্রাম । তানবির মল্লিক বাড়ি কামালপুর এবং অর্পিতা মাঝি বাড়ি শীতলগ্রাম । এই শিশুগুলির দায়িত্ব নিলেন যথাক্রমে মঙ্গলকোট ব্লক আধিকারিক জগদীশচন্দ্র বারুই, মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য অধিকারী জুলফিকার আলী এবং সমাজসেবী শেখ হায়দার ।বৃহস্পতিবার দুপুরে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী এবং ব্লক আধিকারিক জগদীশচন্দ্র বারুই বাচ্চাদের পরিবারের হাতে পুষ্টিকর খাদ্য,ঔষধ, জামাকাপড় এবং অন্যান্য সামগ্রী তুলে দিলেন । সঙ্গে ছিলেন মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য অধিকারী জুলফিকার আলী, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল বাসেদ, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, সমাজসেবী শেখ হায়দার সহ অনেকে।শিশু গুলির পুষ্টি সম্পর্কিত দেখভালের পাশাপাশি এদের প্রতি মাসেই স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা নিরীক্ষা চলবে।যাতে স্বাস্থ্যের উন্নতি ঘটে,সেই বিষয়ে যথাসাধ্য দায়িত্ব গ্রহণ করবেন আধিকারিকরা ।অপুষ্টিভুক্ত শিশুদের মা ইন্দিরা মাঝি, জায়েদা বিবি ও রীনা মাঝিরা জানান -“আমাদের পারিবারিক আর্থিক অবস্থা সচ্ছল নয় । কোনক্রমে দিন যাপন করি । এমত অবস্থায় আমাদের বাচ্চাদের দেখভাল করা আমাদের কাছে অনেকটাই কষ্টসাধ্য । আধিকারিকরা এভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এটা আমাদের কাছে অলীক কাল্পনিক । তাদের সাহায্যের হাত আমাদের শিশুদের শারীরিক গঠনে অনেকটাই সহায়তা করবে ‘।