দুর্গাপূজা উপলক্ষে পোশাক বিতরণ

সংবাদদাতা : সামনেই আসছে বাঙালীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পুজোর গন্ধে মেতে উঠেছে আকাশ- বাতাস, আর সেইসঙ্গে প্রতিবছরের মতো এবছরও মুর্শিদাবাদ এর সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের বস্ত্রদান কর্মসূচীর সূচনা হলো আজ। আজ সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা বাচ্চাদের নতুন পোশাক নিয়ে পৌঁছে গেছিলো চামুন্ডা ও বিষ্ণুডাঙ্গা এলাকায়। বিষ্ণুডাঙ্গা ৭৭ নং আজিমুন্নেসা প্রাথমিক বিদ্যালয়ে সূচনা হয় কর্মসূচির এবং সেই এলাকার প্রায় ৪০জন বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাস বলেন “প্রতিবছর আমরা সাগরদিঘিতেই এই কর্মসূচি করে থাকি তবে এবছর বেশ কয়েকদিন বিভিন্ন গ্রামে গ্রামে রক্তদান শিবির করতে গিয়ে লক্ষ্য করেছি যে গ্রামের বহু মানুষই পুজোর আনন্দ থেকে বঞ্চিত থেকে যায় আর্থিক অনটনের কারণে, আর তখনই সিদ্ধান্ত নি আমাদের বস্ত্রদান কর্মসূচি এবার আমরা বিভিন্ন গ্রামে গিয়ে করবো, আর সেটির শুভারম্ভ আজ। এরপরেও আমরা বিভিন্ন গ্রামে গিয়ে কর্মসূচি করবো এবং সকলের সাথে থেকেই পূজো উপভোগ করবো। তবে একটা কথা না বললেই নয় আমাদের এই কর্মসূচিতে যিনি আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছেন তিনি হলেন সাগরদিঘি থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক এবং আমাদের সকলেরই প্রিয় মানুষ মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়। শুধু এই কর্মসূচি নয় তিনি প্রথম থেকেই আমাদের বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার জন্য অনুপ্রাণিত করেন ও সাহায্য করেন। আমি উনাকেও বিশেষ ধন্যবাদ জানাই, পাশাপাশি সকলকে অগ্রিম পুজোর শুভেচ্ছা রইলো।”