বিরল দৃশ্য! জলপাইগুড়ি থেকে দর্শন পাওয়া গেল ঘুমন্ত বুদ্ধের

জলপাইগুড়ি: এখন‌ও সেভাবে জাঁঁকিয়ে শীত পড়েনি । তবে এরই মধ্যে জলপাইগুড়ি থেকে দর্শন পাওয়া গেল ঘুমন্ত বুদ্ধের । বৃহস্পতিবার সকালে এই বিরল দৃশ্য দেখলেন জলপাইগুড়িবাসী ।

    কাঞ্চন‌জঙ্ঘার এমন মনোরম দৃশ্য দেখে অভিভূত সকলেই । ডিসেম্বর মাসের দ্বিতীয় দিন পড়ে গেলেও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতে এখন‌ও তাপমাত্রার পারদ খুব বেশি নামেনি । ১৭-১৮ ডিগ্রির মধ্যেই রয়েছে তাপমাত্রা । জাঁকিয়ে শীত না পড়ায় কুয়াশার চাদর‌ও নেই এখন । আকাশ পরিস্কার থাকার কারণে বৃহস্পতিবার ভোর থেকেই দৃশ্যমান হল কাঞ্চনজঙ্ঘার ।আর এই দৃশ্য দেখে খুশি জলপাইগুড়িবাসী।জলপাইগুড়ির এক প্রবীন নাগরিকের কথায় জলপাইগুড়ি থেকে এইরকম দৃশ্য দেখতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার,খুব কম লোকই আছেন যারা এই দৃশ্য দেখতে পারেন।আমরা যথেষ্ট ভাগ্যবান যে জলপাইগুড়ির মত জায়গা থেকে এইরকম মনোরমদায়ক দৃশ্য দেখতে পারছি।এমনিতেই জলপাইগুড়িতে এই সময়টাতে ঠান্ডা খুব একটা পড়ে না,কুয়াশা সকালে থাকে তাও আকাশ পরিষ্কার হয়ে যায় বেলা বাড়বার সঙ্গে সঙ্গে,আজ সকালে এই দৃশ্যের কথা চারিদিকে প্রচার হয়ে যাবার পরেই বহু মানুষ দুরবীন এবং মোবাইলে দিয়ে এই দৃশ্য দেখতে থাকেন এবং ছবিও তুলতে থাকেন।বহু ইষ্কুলের ছাত্রছাত্রীরা বাড়ির ছাদ থেকেই ছবি তুলে রাখেন তাদের মোবাইলে।জলপাইগুড়ির বিজ্ঞান মঞ্চ থেকেও এই দৃশ্যের ছবি তুলে রাখতে দেখা যায়।আবার কবে দেখতে পাওয়া যাবে এই রকমের দৃশ্য তা অবশ্য কেউই বলতে পারছেন না।