ইংলিশ বাজার ব্লকের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা সিপিএমের

নতুন গতি ওয়েব ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে অন্যান্য দলের সঙ্গে সিপিএমও। ইংলিশবাজার ব্লকের যদুপুর-‌২ গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে এদিন কৃষি আইন প্রতিবাদ সভা করে তারা। রায়পুর মেলা প্রাঙ্গণে সমর্থক, কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিগত পঞ্চায়েত নির্বাচনে রায়পুর এলাকায় তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস চলে ওই এলাকায়। ভোট লুটের অভিযোগ উঠে।

    পরে যদিও পুনরায় ভোট গ্রহণ চলে সেখানে। এতদিন তৃণমূল কংগ্রেসের দাপটে তটস্থ ছিলেন এলাকাবাসী। এবার ঘর ছেড়ে বেড়িয়ে আসতে শুরু করেছেন। তাঁরা সিপিএমকে সভা করা জন্য আবেদন জানান বলে জানান, সিপিএম নেতা কৌশিক মিশ্র। এদিন কৌশিক ছাড়াও হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক সমর রায়, বিশ্বনাথ ঘোষ প্রমুখ। এদিন কৌশিক মিশ্র বলেন, এই এলাকায় দীর্ঘদিন বাদে লাল পতাকার মিটিং হচ্ছে। তৃণমূলের সন্ত্রাসের কাছে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই আমাদের ডাকছে তাদের পাশে। এই তৃণমূল কংগ্রেস একদিকে বাংলা শেষ করছে, আর কেন্দ্রের বিজেপি দেশটাকে শেষ করছে। মানুষ বাধ্য হয়ে আমাদের ডাকছে এখন। তিনি আরও বলেন, ‘‌আমরা সরকারে এলে চাষিরা ফসলের যথাযথ দাম পাবেন। মানুষ তার গণতন্ত্রের অধিকার পাবে। আগামী ২৭ জানুয়ারি আমরা কৃষি আইন প্রতিবাদে গণ জমায়েত করবো শহরের পুরনো হাসপাতাল মোড়ে। আমরা আমাদের প্রতিবাদের কথা বিজেপি-‌র কানে দিতে চাই সেখান থেকে।