বিশ্বব্যাপী নামী অ্যানালিটিকাল সংস্থা ক্রিসিল কলকাতা পুরসভার কর্পোরেট ক্রেডিট রেটিং দিয়েছে এ প্লাস

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বব্যাপী নামী অ্যানালিটিকাল সংস্থা ক্রিসিল কলকাতা পুরসভার কর্পোরেট ক্রেডিট রেটিং দিয়েছে এ প্লাস।

    এই রেটিং এর মাধ্যমে কলকাতা পুরসভার স্থিতিশীল আর্থিক ব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে। রাজ্য সরকারের সহযোগিতাও এই বিষয়ে লক্ষণীয়।

    এই মজবুত আর্থিক ব্যবস্থাপনার জন্য ২০১৮-১৯ অর্থবর্ষের ২৫৯৯ কোটি টাকার তুলনায় ২০১৯-২০ অর্থবর্ষে কলকাতা পুরসভার আয় বেড়ে হতে পারে ৩২৯০ কোটি টাকা। চলতি আর্থিক বছরে এই আয়ের প্রায় ৪৯ শতাংশ রাজ্য সরকারের আর্থিক অনুদান।

    সম্পত্তি কর আদায় বাড়িয়ে পুরসভার আয় বেড়েছে গত কয়েক বছরে। ২০১৪ সালে সম্পত্তি কর আদায় হত ৬৫৫ কোটি টাকা যা ২০১৮ সালে বেড়ে হয় ৮২২ কোটি টাকা।