নবম ও একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে “বিপর্যয় মোকাবিলা”এবং “স্বাস্থ্য সচেতনতা” শিবির, সিউড়িতে

নিজস্ব সংবাদদাতা: সিউড়ি ১ নম্বর ব্লকের উদ্যোগে গত ১৪-২১ জুলাই পর্যন্ত ৮ দিন ধরে বিপর্যয় মোকাবিলা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক শিবির অনুষ্ঠিত হয়। অজয়পুর,আড্ডা, আলুন্দা,পানুরিয়া, নগরী, করিধ্যা যদুরায় সহ এই ব্লকের অধীনে এমন ১৪ টি বিদ্যালয়ের নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সচেতনতা শিবির।

    সুচি অনুযায়ী বিভিন্ন বিদ্যালয়ের শিবিরগুলোতে উপস্থিত ছিলেন BDO, BDMO, তিনজন চিকিৎসক সহ বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। শিবিরে মূলত বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, বজ্রপাত, সর্প দংশন, বাল্যবিবাহ, কোভিড সচেতনতা ও বয়ঃসন্ধি কালীন কিশোরীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত ভাবে আলোকপাত করা হয়।

    উল্লেখ্য, বর্ষাকালে জেলায় বহু মানুষ ভ্রান্ত ধারণা এবং অজ্ঞতার কারণে সর্পাঘাতে মারা যায়। সর্প বিশেষজ্ঞ, শিক্ষক দীনবন্ধু বিশ্বাস সর্প সম্পর্কে বিশেষ পরামর্শ , বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে পড়ুয়াদের মধ্যে সেই সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।