|
---|
নিজস্ব সংবাদ, বীরভূম : এন.আর.সি এর বিরুদ্ধে তৃনমূলের সম্প্রীতির মিছিল আয়োজিত হল বীরভূমের রাজনগরে। জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে এই সম্প্রীতি পদযাত্রার আয়োজন করা হয়। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও সুকুমার সাধুর নেতৃত্বে এই সম্প্রীতি পদযাত্রায় অংশ নেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ অশোক চ্যাটার্জি, রাজনগর ব্লক যুব সভাপতি রাণা প্রতাপ রায়, ব্লক সভাপতি সৌমিত্র সিংহ, রাজনগর অঞ্চল প্রধান সজল গঁরাই, মহঃ সরিফ, প্রাণতোষ ওঝা, শোভন আচার্য্য সহ অন্যান্য তৃনমূল নেতা কর্মীরা। সম্প্রীতি মিছিল রাজনগর ব্লক তৃনমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে। বিধায়ক ডাঃ অশোক চ্যাটার্জ্জী বলেন এটা কত পরিহাসের বিষয় যে, জাতীর জনক মহাত্মা গান্ধীকে গডসে হত্যা করেছিলো। আর আজ সেই গডসের দল গান্ধী সংকল্প যাত্রা করছে। সাধারণ মানুষকে এই গেরুয়াবাহিনী কতই না বোকা ভাবে। গান্ধীজীর নীতি ছিলো অহিংসার নীতি। আর বিজেপি, আর.এস.এসরা মেতে আছে সন্ত্রাসের নীতি নিয়ে। ধর্মীয় মেরুকরণ করে দেশকে টুকরো টুকরো করার সিদ্ধান্ত নিয়েছে তারা। রাজনগর ব্লক যুব সভাপতি রানা প্রতাপ রায় বলেন যারা এন.আর.সির সমর্থনে গলা ফাটাচ্ছে তাদের আসাম পাঠিয়ে সেখানকার ডিটেনশন ক্যাম্পের অবস্থা দেখানো দরকার। না বুঝেসুঝে যারা বিজেপিকে করছে তারা নিজেও জানেনা তাদের ঘাড়ে বিজেপিই কোপ মারবে অন্য কেউ নয়। আসামের বিজেপি সমর্থকদের দেখে এখানকার বিজেপিদের শিক্ষা নেওয়া উচিত। ঠকে নয় দেখে শেখা দরকার এদের। এদিনের তৃনমূলের এই সম্প্রীতি পদযাত্রায় অংশ নেন কয়েক হাজার মানুষ।