|
---|
আর এ মণ্ডল,পাত্রসায়ের : বাঁকুড়া জেলার “পাত্রসায়ের মহা বিদ্যালয়” এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং কলেজের দর্শন বিভাগ সহ “আই কিউ এ সি”-র সহযোগিতায় আলোচনা সভাটি ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর, ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হলো। “আই সি পি আর” এর পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক আলোচনা চক্রটি (Understanding India through Contemporary Philosophers) এর আহ্বায়ক ছিলেন ফিলোজফি ডিপার্টমেন্টের অধ্যাপক জিয়াউর রহমান। মান্যবরেষু উপস্থিতি চেয়ারপার্সন ডঃ সন্তোষ কোনার অধ্যক্ষ পাত্রসায়ের মহা বিদ্যালয়, অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর মিসেস ওইশি ভট্টাচার্য, আই কিউ এ সি-র কোঅর্ডিনেটার ডঃ রিতুশ্রী সেনগুপ্ত।
সম্মানিত স্পিকারগণ ছিলেন,- ডঃ গোপাল চন্দ্র খান অধ্যাপক বর্ধমান বিশ্ববিদ্যালয় (বক্তব্য-
“Radical Humanism of M.N.Roy).” ডঃ মাহজীবন জাহান অধ্যাপক কোলকাতা বিশ্ববিদ্যালয় (বক্তব্য-
“Iqbal’s Philosophy of Khudi: Its Relevance today).” শাহনাওয়াজ আলি রাইহান ফর্মার লেকচারার আল আখওয়ান ইউনিভার্সিটি,মরক্কো এবং পি এইচ ডি স্কলার অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি -(বক্তব্য- ” Kazi Nazrul Islam’s anti Colonial Internationalism)”. এবং জনাব সিদ্দিক আলম বেগ অধ্যাপক রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়-(“Development of Nyaya Logic Anglophone Philosophy)”.
অনুষ্ঠান শেষে যে সব ছাত্র ছাত্রীগণ ও অধ্যাপক, অধ্যাপিকাগণ উল্লেখ্য আলোচনা বিষয়ের উপর লিখিত বস্তুনিষ্ঠ মতামত দেন তাঁদের মানপত্র সহ সংবর্ধনাও দেয়া হয়। পাত্রসায়ের ব্যতীত বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীসহ জনসাধারণের আগমন ছিল উল্লেখযোগ্য।