তৃতীয় লিঙ্গদের ভোটার লিস্টে নাম তুলতে বিশেষ উদ্যোগ নিল বিষ্ণুপুর ১ ব্লক প্রশাসন

হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা : পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে বিষ্ণুপুর ১ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক এর ব্যবস্থাপনায় ৪ঠা ডিসেম্বর- ভারতীয় সেনা দিবস উদযাপন উপলক্ষে যেসকল নূতন ভোটার এবছর ১৮ বা তার বেশি হয়েছে বা যারা এখনো ভোটার হতে পারেনি তাদেরকে সচেতন করার জন্য এবং বাকি যারা আগামী দিনে ভোটার হবেন তাদের উদ্দেশ্যে সচেতনতার কর্মসূচি হিসাবে বিষ্ণুপুর আশুতোষ কলেজে দ্বিতীয় ক্যাম্পাসে একটি সেভ কর্মসূচি আয়োজন করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নির্বাচন আধিকারিক এর দপ্তর থেকে অরিন্দম নিয়োগী ডেপুটি সি ও সুব্রত পাল মহাকুমা শাসক তমোঘ্ন কর, ডিআইজিও অনন্যা মজুমদার ১৬৪ বিষ্ণুপুর তপশলি বিধানসভা কেন্দ্রের জয়ন্তী চক্রবর্তী আশুতোষ কলেজের অধ্যক্ষা বিদিশা মৈত্র সেন। অনুষ্ঠানের প্রথমে যারা এর সদস্য তাদের সাথে ঊর্ধ্বতন সিনিয়র অফিসাররা কিছু ক্ষন আলাপচারিতা করেন। তৃতীয় লিঙ্গের যারা ছিলেন তাদের সাথে আলোচনা হয় তাদেরকে ভোটার হিসাবে গণ্য করার যে পদ্ধতি সেটা নিয়ে বলা হয় এদেশের ভোটার ও ভোটার তালিকায় তাদের নাম নিবন্ধীকরণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। চল্লিশ জন নূতন ভোটার উপস্থিত ছিলেন এবং ২৮ জন বিএলও উপস্থিত ছিলেন ভোটার ফর্ম বিতরণ করা হয় নতুন ১৭ জন ভোটার সংগ্রহ করেছেন এ ক্যাম্প থেকে। তেরোটি মোট ফর্ম পূরণ হয়েছে মোট ট্রান্সজেন্ডার অংশগ্রহণ করে সাত জন। কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন কলেজ ছাত্রছাত্রীদের সাথে নতুন ভোটার লিস্টের নাম তুলতে আসা যুবক যুবতীরা এছাড়া ব্যাডমিন্টন ভলিবল টুর্নামেন্ট স্লো- সাইকেলে অংশগ্রহণ করেন নতুন ভোটাররা।