মেমরিতে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে অংশ নিল বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সাজা প্রাপ্ত বান্দিরা ।

নূর আহমেদ, মেমারি : রাজ্য সরকারের উদ্যোগে মেমারির বাসস্ট্যান্ডে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের আয়োজন, রবিবার সন্ধ্যায় নৃত্তানুষ্ঠানে অংশ নিল বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সাজা প্রাপ্ত বান্দিরা।

    পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমরি পৌরসভার অন্তর্গত বাসস্ট্যান্ড এলাকা দৃশ্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে, তিন দিনব্যাপী বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের আয়োজন হয়। আজ তৃতীয় দিনে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম সংকর মন্ডল, মেমারি পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দরা। রবিবার সন্ধ্যায় আনন্দের ঝর্ণাধারা শীর্ষক একটি নিত্য পরিবেশন করে, কেন্দ্রীয় সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দীরা, কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের প্রশিক্ষক মেহবুব হাসান জানান, এদিন মোট 6 জন পুরুষ ও তিনজন মহিলা অংশগ্রহণ করেন।

    মেমারিতে এমন নৃত্যানুষ্ঠানে ব্যাপক সাড়া পেয়েছেন বলেও জানান তিনি।
    এদিন মোট ৯ জন অংশগ্রহণ কারীদের , প্রত্যেকেই কোনো না কোনো অপরাধমূলক কাজের জন্য সাজা ঘোষণা হয়েছে, বর্তমানে এই নয় জন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিক বৃন্দ, ঐ সব বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিক বৃন্দদের, জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই প্রচেষ্টা বলে জানান কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের নৃত্যের প্রশিক্ষক মেহেবুব হাসান।
    এলাকায় এমন কর্মসূচি হওয়ায় খুশি এলাকার মানুষজন,
    মেমোরিতে এমন অনুষ্ঠান হওয়ায় উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন বলে জানা যায়,
    অনুষ্ঠান শেষে নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণকারী ওই ৯ জন পুনরায় কেন্দ্রীয় সংশোধনাগারে ফিরে যায় বলে জানা যায়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের প্রশিক্ষক মেহবুব হাসান।