|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির পুরসা ও মানকর হাসপাতালে রোগিদের ফল বিতরণ করল ব্লক তৃণমূল কংগ্রেস। গলসি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জীর উদ্যোগে তার একটি প্রতিনিধি দল গলসি ১ নং ব্লকের মানকর ও পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসেন। প্রতিনিধিরা হাসপাতালে ভর্তি থাকা রোগিদের হাতে একটি করে ফলের প্যাকেট তুলে দেন। যাতে ছিল আপেল, কলা, শসা, পিয়ারা ও বিস্কুট প্যাকেট। স্থানীয় তৃণমূল নেতা সেখ মহব্বত ও দোলন দত্ত জানান, নতুন বছরের শুভেচ্ছা জানাতেই তাদের এমন উদ্যোগ। নতুন বছরের আজকের দিনে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের শুভেচ্ছা জানাতেই তারা হাসপাতালে হাজির হয়েছেন। সেই মত এদিন এলাকার দুটি হাসপাতালে তারা গিয়ে ফল বিতরণ করেছেন। রোগীর আত্মীয় সেখ মনি বলেন, তার বোন পুরসা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ ছুটির সময় তৃণমূল নেতারা একটি ফলের প্যাকেট দিয়েছেন। বাংলা নববর্ষের শুরুতে এমন কাজে খুশি হয়েছেন তিনি। তার সাথে সাথে খুশি হয়েছেন হাসপাতালে আগত রোগি ও রোগীর আত্মীয়স্বজনরা। এমন কাজে তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।