পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার জাতীয় ভোটার দিবস কর্মসূচী পালন করা হলো বর্ধমানে

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার জাতীয় ভোটার দিবস কর্মসূচী পালন করা হলো বর্ধমানে। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই দিনটি উদ্যাপন করা হয়। এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রাটি বর্ধমান শহরের রাজপথ পরিক্রমা করে। ‍এরপর বর্ধমানে সরকারি অফিস প্রাঙ্গনে এসে বিভিন্ন অনুষ্ঠানের শুরু হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী সহ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন আধিকারিকেরা। ভোটার দিবস অনুষ্ঠানে পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এ উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। ১৯৫০ সালে ২৫ শে জানুয়ারী দেশ নির্বাচন কমিশন গঠিত হয়। জেলাস্তরে বসে আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এই দিন অনুষ্ঠানে উপস্থিত নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়। ভোটদান গণতান্ত্রিক অধিকা এই বিষয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমানের জেলাশাসক। পূর্ব বর্ধমানের জেলাশাসক একটি ট্যাবলোর সূচনা করেন। ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।