বীরভূমের রাজনগরে ইউনিক ক্লাবের ব্যবস্থাপনায় চাইল্ডলাইনের তরফে সচেতনতা শিবির

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: শুক্রবার বিকেলে বীরভূম জেলার রাজনগরের বড়বাজারে ইউনিক ক্লাবে চাইল্ডলাইন বীরভূম, সিউড়ি সাব সেন্টারের পক্ষ থেকে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন চাইল্ডলাইনের প্রতিনিধি, স্থানীয় থানার পুলিশ আধিকারিক, সমাজ সচেতন নাগরিকবৃন্দ প্রমুখ৷ এলাকার অন্যতম এক সুপরিচিত ক্লাব —রাজনগর ইউনিক ক্লাব এদিন ব্যবস্থাপনার দায়িত্ব নেয়৷

    এদিন শিবিরে বীরভূম চাইল্ডলাইনের পক্ষ থেকে মূল্যবান বক্তব্য রাখেন মৃণালকান্তি চক্রবর্তী৷ পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে লক্ষ্য করা যায় রাজনগর থানার সাব ইন্সপেক্টর এমডি হাসিব হাসানকে৷ উল্লেখ্য,ছেলেদের ২১ বছরের আগে ও মেয়েদের ১৮ বছর বয়সের আগে বিয়ে দেওয়া রীতিমতো আইন বিরুদ্ধ৷ এছাড়া বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুদের পাচারের ঘটনাও ঘটে৷ শিশু শ্রমিক বিষয়েও কিছু তথ্য তুলে ধরা হয়৷ ছিল আরও কিছু প্রাসঙ্গিক আলোচনা৷ বিনামূল্যে জাতীয় টেলিফোন পরিষেবা এবং ১০৯৮ নম্বরে যেকেউ নিজের পরিচয় গোপন রেখে চাইল্ডলাইনে ফোন করে গুরুত্বপূর্ণ খবর তথ্য জানাতে পারেন৷ সে বিষয়েও সকলকে অবহিত করা হয় এদিন৷ উপস্থিত সকলের মাঝে এদিন এসংক্রান্ত লিফলেটও বিলি করা হয়৷ এছাড়া উপস্থিত ছিলেন চাইল্ডলাইনের প্রতিনিধি সোমা সিনহা, রুপা পাল, বিভাস পাল, যাদব দত্ত, ক্লাব সম্পাদক সবুজ বিশ্বাস, ক্লাব সদস্য অভিজিৎ চট্টোপাধ্যায়, বিপুল নন্দী, রাখহরি চট্টোপাধ্যায় প্রমুখ৷ স্থানীয় মহিলা, কিশোরী, তরুণীদের উপস্থিতিও ছিল যথেষ্ট৷ খাসবাজারের সন্তোষ সৌ এদিন কিভাবে চাইল্ডলাইনের মাধ্যমে তিনি তাঁর কন্যার ব্যাপারে সাহায্য সহযোগিতা পেয়েছেন তা সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেন এদিন৷ শিবিরে অংশ গ্রহণকারীরা বলেন এই শিবিরের মাধ্যমে তাঁরা সমৃদ্ধ হয়েছেন৷আয়োজকদের এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা৷