|
---|
সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে পূর্ব বর্ধমান জেলা উদ্বাস্তু মানব কল্যাণ এর সভাপতি খোকন দাশের আহ্বানে মহামিছিল অনুষ্ঠিত হয়। শহরের টাউন হল থেকে রাজবাটির উত্তর ফটক পর্যন্ত এই মহামিছিলে পুরোভাগে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, প্রাক্তন মন্ত্রী বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক, বিধায়ক সুভাষ মন্ডল, বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী এবং উমাক সভাপতি, আহ্বাক খোকন দাশ প্রমুখ । বাংলায় এন আর সি র বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল করছে রাজনৈতিক দল গুলি। বিশেষত তৃণমূল কংগ্রেস । বর্ধমানে অবশ্য তৃণমূল কংগ্রেস ও উদ্বাস্তু মানব কল্যাণ যৌথ ভাবে এই মহামিছিল করে। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই বাংলায় এন আর সি মেনে নেবেন না। মন্ত্রী তৃণমূল সরকার বাংলায় এন আর সি করবে না বলে মানুষকে আশ্বস্ত করে। সংগঠনের সভাপতি খোকন দাশ বলেন, অসমের এন আর সি বাংলায় চলবে না, কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। প্রায় ত্রিশ হাজার মানুষ এই মহামিছিলে যোগদান করেন। তৃণমূল নেতা কাঞ্চন কাজী জানান, এন আর সির বিরুদ্ধে উদ্বাস্তু মানব কল্যাণের উদ্যোগে এই মহামিছিল। মানুষকে এন আর সির বিরুদ্ধে গর্জে উঠতে নিরন্তর ভাবে কাজ করে চলেছে তৃণমূল কংগ্রেস ও উদ্বাস্তু মানব কল্যাণ। সভায় বক্তা গণ কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।