মনিপুর ও হরিয়ানায় শান্তি ফেরানোর দাবিতে ডায়মন্ড হারবারে এ পি ডি আর এর প্রতিবাদ।

লুতুব আলি, নতুন গতি, ৯ আগস্ট : মনিপুর ও হরিয়ানায় শান্তি ফেরানোর দাবিতে ডায়মন্ড হারবারে এ পি ডি আর এর প্রতিবাদ। মনিপুর ও হরিয়ানায় তিন মাসের ও বেশি সময় ধরে জাতি দাঙ্গা না থামায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পথসভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত করল এপিডিআর। সংগঠনের ডায়মন্ড হারবার শাখার পক্ষ থেকে ৮ আগস্ট প্রতিবাদ সভার আয়োজন করে। সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয় যে : ওই দুই রাজ্যে সংখ্যালঘু, দলিত, আদিবাসীদের ওপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। উন্নয়নের নামে আদিবাসী, মূল নিবাসীদের হাত থেকে জমি কেড়ে নেওয়া হচ্ছে। বিশেষত মনিপুর জ্বলছে। জাতি দাঙ্গা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। হরিয়ানায় টানা চার দিন ধরে বুল ডোজিং চলছে। বেছে বেছে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের বাড়ি। এ ব্যাপারে সরকার ও প্রশাসন নির্বিকার। সংগঠনটির পক্ষ থেকে যে সমস্ত দাবি গুলি জানানো হয় তা হল: অবিলম্বে মণি পুরো হরিয়ানায় শান্তি ফিরিয়ে আনতে হবে। তিন মাসেরও বেশি সময় ধরে মনিপুরে জাতি দাঙ্গা কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব দাও ? সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী মত দমনের নির্লজ্জ অপপ্রয়াস বন্ধ করতে হবে। হরিয়ানা ও মনিপুরে উদ্ভূত পরিস্থিতি বন্ধ না হলে সংগঠনটি বৃহত্তর আন্দোলন করার হুমকি দেয়। এ দিনের ডায়মন্ড হারবারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির রাজ্য সাধারণ সম্পাদক রঞ্জিত শূর, সহ-সম্পাদক আলতাফ আমেদ, সম্পাদক মন্ডলী সদস্য শংকর দাস, সোমনাথ বসু, মহব্বত হোসেন, ডায়মন্ড হারবার শাখার সম্পাদক শাহানারা খাতুন, শামসুর আলম, বরুণ ঘড়ুই প্রমুখ।