|
---|
নিজস্ব সংবাদদাতা : ৪ ডিসেম্বর,সোমবার দুপুরে মেমারি থানাতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার উদ্যোগে এদিন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন মেমারি প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক সহ সদস্যরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন মেমারি ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গফফার মল্লিক, মেমারির দুই এর তৃণমূল ব্লক সভাপতি থেকে শুরু করে মেমারি ২ নম্বর ব্লকের জনপ্রতিনিধিরা, এদিন মোট চারজন পুলিশ অফিসারের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মেমারি থানার ভার প্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জি, গলসি থানার ওসি হিসেবে জয়েন করবেন।
মেমারি থানার মেজ বাবু ত্রিদিব রাজ আউসগ্রাম ছোড়া ফাঁড়ির দায়িত্ব পেয়েছেন। মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ঢুলি, দেওয়ানদীঘি থানার ওসি পদে জয়েন করবেন।
এবং মেমারি থানার পুলিশ অফিসার অনুপ দে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আইসি হিসেবে যোগদান করবেন।
উক্ত চারজন পুলিশ অফিসার আজ সোমবার বিদায় নেন মেমারি থানা থেকে। আর সেই জন্য এদিন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয় বলে জানা যায়।