|
---|
আজিজুর রহমান,গলসি : চলো গ্রামে যাই কর্মসুচিতে ব্লকের গ্রামে গ্রামে পৌছে যাচ্ছেন গলসি ২ নং ব্লক তৃণমূলের সভানেত্রী সহানাজ বেগম। দলীয় কর্মসুচিতে তিনি আগে আদড়াহাটী গ্রাম পঞ্চায়েতের ভারিচা ও ইরকোনা গ্রামে যান। এরপর সাটিনন্দী গ্রাম পঞ্চায়েত এর বেশ কয়েকটি গ্রামে যান। সেখানে গিয়ে তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা অসুবিধা নিয়ে তিনি মহিলাদের সাথে কথা বলেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে যারা বঞ্চিত তাদের জটিলতার গুলি মিটিয়ে কিভাবে প্রকল্পের সুবিধা পাবেন সেই সহযোগিতাই করছেন। এতে গ্রামের মহিলাদের ভালো সারা পাচ্ছেন। এদিকে যারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত আছেন তাদের দলীয় কর্মীদের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্পে পাঠিয়ে ফর্ম ফিলাপের ব্যবস্থা করে দিচ্ছেন। সাহাজান বেগম বলেন, রাজ্যের সভানেত্রী চন্দ্রীমা ভট্টাচার্য ওই কর্মসুচির সুচনা করেছেন। তারপর ৩০ শে অক্টোবর জেলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত একটি প্রস্তুতি সভার আয়োজন করে ব্লক নেত্রীদের নির্দেশ দিয়েছেন। তারপর ১ নভেম্বর থেকে তিনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে চলো গ্রামে যায় কর্মসূচি শুরু করেছেন। তার ওই কর্মসুচি ১৫ ই জানুয়ারি প্রযন্ত চলবে। এদিকে বঞ্চিতদের একটি তালিকা তৈরি করছেন তিনি। কিছুদিন পরে বঞ্চিতদের নাম প্রকল্পে নতিভুক্ত হয়েছে তাও পুনরায় তাদের বাড়িতে গিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। এমন কাজে গ্রাম গঞ্জের মহিলারা উপকৃত হবেন বলে জানা গেছে।