|
---|
সেখ সামসুদ্দিন, ৭ নভেম্বরঃ মেমারি ১ ব্লকের নিমো ২ অঞ্চলের মহেশডাঙ্গা (দক্ষিণ) ক্যাম্পে রাস উৎসবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে পুজো দেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী। উপস্থিত ছিলেন নিমো ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা মাঝি, নিমো ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম কৈবর্ত্য, মেমারি পৌরসভার কাউন্সিলর কৃষ্ণপদ বিশ্বাস, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।