ঘর ছাড়াদের নতুন বাড়ি ও ক্ষতিগ্রস্থ বাড়িগুলি পুনঃ নির্মাণে অগ্রসর খোদ দিদি

নিজস্ব প্রতিনিধি : বউবাজারের বিপর্যয়ের ঘটনা নিয়ে আজ নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মেট্রো রেল কর্তৃপক্ষ, পুলিশ কমিশনার, মেয়র, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, কেএমডিএ ও পরিবহণ দফতরের আধিকারিকরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

    বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানানঃ

    বউবাজারের বিপর্যয় নিয়ে সমীক্ষা, আগামী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি কোর গ্রুপ তৈরি করা হয়েছে

    কমিটিতে থাকবেন স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, পুলিস কমিশনার, মেয়র, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মেট্রো রেলের কয়েকজন অফিসার।

    অনেক মানুষ বিপদে পড়েছেন, ভবিষ্যতে এরকম বিপর্যয় এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন

    ৫২টি বাড়ির লোককে অন্যত্র সরানো হয়েছে, মেট্রো রেলকে আমরা সবরকম সাহায্য করবে

    বউবাজারের বিপর্যয় নিয়ে নবান্নের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত:

    যাদের বাড়ির ক্ষতি হয়েছে তাদের বাড়ি তৈরি করে দেওয়া

    জেম সিনেমার কাছে মেট্রোর একটি বাড়ি আছে, সেখানে অস্থায়ী জায়গা দেওয়া হোক

    বাড়ি হস্তান্তর না হওয়া পর্যন্ত সকলের থাকার বা বাড়ি ভাড়ার ব্যবস্থা করা

    যাদের দোকান নষ্ট হয়েছে তাদের দোকান তৈরি করে দেওয়া

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আয়ের ক্ষতিপূরণের ভাবনা – তাদের প্রতিমাসে কোনভাবে সাহায্য করা হবে

    যেসব বাড়ি এখনও ভেঙে পড়েনি সেখানে সেফটি সিকিউরিটি আগে পরীক্ষা করে দেখে মেট্রোর অনুমতি নিয়ে পরিবারের একজনের সাথে, কর্পোরেশনের ১ জন, পুলিশের ১ জন, মেট্রো রেলের ১ জন, বিপর্যয় দপ্তরের ১ জন মিলে নথি উদ্ধারের কাজে যেতে পারে

    ক্ষতিগ্রস্ত বাড়িগুলির সব জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে যাতে কারো কোন নথি চুরি না যায়

    যারা আধার, ভোটার, রেশন কার্ড, সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথি হারিয়েছেন তাদের সরকারের কন্ট্রোল রুম ও পুলিশ সবরকম সাহায্য করবে

    পরিবারগুলিকে মানবিকতার খাতিরে এখনই ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত