|
---|
নিজস্ব প্রতিনিধি; হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া জি.আর.পি.থানার পরিচালনায় হলদিয়া হাতিবেড়্যা রেল স্টেশন মাঠে অনুষ্ঠিত হল এই বছরের সম্প্রীতি কাপ। সম্প্রীতি কাপের মধ্যে ছিল একদিনের নক আউট ৮টি টিমের ভলিবল প্রতিযোগিতা।জানা গিয়েছে, আগামীকালও একই মাঠে একদিনের নক আউট ৮টি টিমের মিনি ফুটবল প্রতিযোগিতা হবে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া থানার ভারপ্রাপ্ত আইসি জামাল হোসেন, পার্শ্ববর্তী দূর্গাচক থানার ওসি দীপক কুমার, হলদিয়া জি.আর.পি.থানার ওসি সেক রবিউদ্দিন, হলদিয়া জি.আর.পি. থানার যুগ্ম এএসআই আশিষ অধিকারী ও সমীর কুমার মিশ্র প্রমুখ।
জিআরপি থানার ওসি সেক রবিউদ্দিন বলেন, পুলিশ ও জনসাধারণের মধ্যে মেল বন্ধন তৈরী করার জন্যই আমাদের এই উদ্যোগ এই সম্প্রীতি কাপে এলাকার সমস্ত ক্লাব থেকে টিম অংশগ্রহণ করে। এই সম্প্রীতি কাপ ঘিরে স্থানীয় জনগণের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।