|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:-* একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় আয়োজিত সভার প্রাক-প্রস্তুতি সভা করলো মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার উদ্যোগে,একতারা অঞ্চল তৃনমূল কংগ্রেসের ব্যাবস্থাপনায় দেউলা বাস স্ট্যান্ডে। পাশাপাশি একতারা অঞ্চলে বিজেপি ও সিপিআইএম ছেড়ে কিছু কর্মী সমর্থক তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। এবং ঘটকপুকুর দেউলা বাস স্ট্যান্ডে একটু সৌরো লাইট এর শুভ উদ্বোধন হয়। অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি ফেলুরাম হালদারের নেতৃত্বে একুশে জুলাই উপলক্ষে দলীয় নেতা ও কর্মী সমর্থকদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই আগামী একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের যে ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হবে এবং তার জন্য মগরাহাট পশ্চিম বিধানসভা থেকে সুষ্ঠুভাবে দলীয় নেতাকর্মীরা যাতে অংশগ্রহণ করতে পারেন, তা নিয়ে এদিনের এই প্রস্তুতি সভা হয়েছে।
এদিন একুশে জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পুরকাইত,মগরাহাট পশ্চিমের শিক্ষার কর্মাধ্যক্ষ সেলিম খান,মগরাহাট পশ্চিম ব্লক১ কার্যকরী যুব সভাপতি নাজবুল দপ্তরী, একতারা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি ফেলুড়াম হালদার, অঞ্চল যুব সভাপতি ভাস্কর, অঞ্চল প্রধান মৌসুমী হালদার,রুনা জানা এছাড়াও উপস্থিত ছিলেন একতারা অঞ্চলের সকল সদস্য ও সদস্যা সহ তৃণমূলের নেতাকর্মী সহ জনপ্রতিনিধিরা। এই প্রস্তুতি সভায় প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টি কে মাথায় নিয়ে তৃনমূল কংগ্রেস সমর্থকদের ভির ছিল চোখে পড়ার মতো।