|
---|
মহঃ মুস্তাকিম মন্ডল : আগামী ২১শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে তালশাড়ি বিবেকানন্দ হিমঘরে ১৫ই জুলাই মান্দাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটি মহতী কর্মীসভা হয়ে গেল।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসীমা পাত্র মহাশয়া, ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক মহাশয়া এবং সহসভাপতি সৌমেন ঘোষ মহাশয়,কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ মহসিন মন্ডল মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান ইলিয়াস মন্ডল মহাশয়, মান্দাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সইদুল ইসলাম সরকার মহাশয়, মান্দাড়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেখ সরফরাজ , স্থানীয় নেতৃবৃন্দ ও মান্দাড়া অঞ্চলের সমস্ত বুথ স্তরের বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কর্মীবৃন্দ ও সমর্থকরা।
সভায় বিধায়ক অসীমা পাত্র মহাশয়া বলেন-“”২১শে জুলাই আমরা দেখিয়ে দিতে চাই যে বাংলা অন্যায়ের কাছে মাথা নত করে না। সারা ভারতবর্ষে বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা বাধাবার জন্য উসকানি দিচ্ছে যা থেকে আমাদের সাবধান হতে হবে।অঞ্চল নেতৃত্ব ও গ্রাম নেতৃত্ব যদি মানুষের সাথে যোগাযোগ না রাখে,মানুষের উপকারে না লাগে তাহলে তাদের পদে থাকার কোনো অধিকার নেই।এবিষয়ে ২১শে জুলাইয়ের পরে আমরা সিদ্ধান্ত নেবো এবং সর্বশেষে তিনি
“”আপন মরণে শহীদ স্মরণে
রক্ত ঋণ শোধ করো
শহীদের রক্ত
হবে নাকো ব্যর্থ। “”
এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে সমস্ত কর্মীবৃন্দদের ২১শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় উপস্থিত থাকার বিশেষ বার্তা দেন”