|
---|
নিজস্ব সংবাদদাতা: আজকে হাওড়ার উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের কমিউনিটি হলে পশ্চিমবঙ্গ সরকারের নারী উন্নয়ন ও সমাজকল্যান বিভাগের অর্ন্তগত পশ্চিমবঙ্গ নারী উন্নয়ন নিগমের আর্থিক সহায়তায় এবং আশা ভবন সেন্টারের পরিচালনায় সামাজিকভাবে প্রান্তিক স্তরের মহিলাদের স্বাবলম্বী করার জন্য স্বাবলম্বন কর্মসূচির প্রশিক্ষণ কেন্দ্রের সফটটয়েজ তৈরি শেখানোর শুভ উদ্বোধন করা হয়,যেহেতু এই কর্মসূচিটা পশ্চিমবঙ্গের আরো অনেক জেলায় আজকে থেকে শুরু হলো তাই নারী ও শিশুকল্যান দপ্তর থেকে শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যান দপ্তরের মাননীয়া মন্ত্রী শশী পাজা,প্রধান সচিব সঙ্ঘমিত্রা ঘোষ।
আজকের আশা ভবন সেন্টারের এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উলুবেড়িয়া ২নং সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু দাস,উলুবেড়িয়া ২নং ব্লক জনকল্যান আধিকারিক শোভনা রায়,আশা ভবন সেন্টারের এই কর্মসূচির প্রশিক্ষক সোমা ঘোষ,সহকারী প্রশিক্ষক সুপ্রিয়া রায় এবং আশা ভবন সেন্টারের সহকারী সভাপতি অজয় জাশু প্রমূখ বিশিষ্টজনেরা।
ভার্চুয়াল পদ্ধতিতে নারী ও শিশুকল্যান দপ্তরের প্রধান সচিব সঙ্ঘমিতা ঘোষ বলেন ৬মাসের এই ট্রেনিং হবে,আশা ভবন সেন্টারের এই কর্মসূচিতে ৫০জন অংশগ্রহণ করবে।