|
---|
মুর্শিদাবাদের ডোমকল শ্রমিক মেলা ২০২০ শুভ উদ্বোধন।
এস ইসলাম, নতুন গতি,মুর্শিদাবাদ: ডোম কল এ আর ডি ময়দান।
আজ ডোম কলে এ আর ডি ময়দানে তিন দিন ব্যাপী চলবে এই মেলা।
এদিন প্রথমে ফিতে কেটে মেলার প্রাঙ্গণে প্রবেশ করেন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার শুভ সূচনা হয়।
এদিনের মঞ্চ থেকে শ্রম দপ্তরের তরফ থেকে দুর্ঘটনাজনিত মৃত্যুর পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক ও দুর্ঘটনায় কোন অঙ্গ নষ্ট হয়ে যাওয়ার জন্য তাদেরকে 50000 টাকার চেক ও পড়াশোনার জন্য 6 হাজার টাকার চেক তুলে দেন এদিনে মঞ্চ থেকে।
উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শ্রম প্রতি মন্ত্রী জাকির হোসেন। মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন। ডোমকল এস ডি ও সন্দীপ ঘোষ। ও শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিক গান।
সেদিন মেলা প্রাঙ্গণে ছিল চোখে পড়ার মত ভিড়, মেলা প্রাঙ্গণে স্টল দেয়া হয়েছে