আরামবাগের রবীন্দ্র ভবনে হজ্জে যাওয়া প্রশিক্ষণ শিবির হলো

নাজমুস সাহাদাত :  ২৭ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল হজ ২০২৩ এর হুগলী জেলার প্রথম পর্বের সরকারি ট্রেনিং। পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি ও সংখ্যালঘু দপ্তরের আয়োজিত প্রথম পর্বে ট্রেনিং ছিল আরামবাগ রবীন্দ্রভবনে ।এই পর্বে উপস্থিত ছিলেন মূলত তারকেশ্বর, আরামবাগ,গোঘাটের বিস্তীর্ণ এলাকার প্রায় শতাধিক এবছরের হজ তীর্থ যাত্রী গন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা সংখ্যালঘু দপ্তরের আধিকারিক বিজন কুমার পাটুলি মহাশয় এবং আরো অন্যান্য আধিকারিক মহাশয় গন।এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির গুরুত্বপূর্ণ সদস্য জনাব হাজী কামরুল হুদা সাহেব।তিনি এবছরের তীর্থ যাত্রীদের ব্যক্তিগত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।রাজ্য হজ কমিটির পক্ষ থেকে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন হাজি রমজান সাহেব এবং হাজি খলিল সাহেব।সমগ্র বিশ্ববাসীর মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।