|
---|
লুতুব আলি, বর্ধমান, ২৭ এপ্রিল : সচেতনতার অভাবে ছাত্রী ও কিশোরীরা বয়সন্ধিকালের নানান সমস্যায় তাদের ভুগতে হয়। বর্ধমান সদর প্যায়া রা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সমাজ সেবামূলক কাজের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সচেতনতার পাঠ দিচ্ছে বিভিন্ন জায়গায়। এই সোসাইটির পক্ষ থেকে বর্ধমান শহরের রথ তলা মনোহর দাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। মূলত ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে এবং রক্তাল্পতা ও ঋতু চক্র সংক্রান্ত বিভিন্ন সমস্যার সহজ প্রতিকার সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রমা বন্দ্যোপাধ্যায় কে বরণ করেন সোসাইটির রিক্রুটমেন্ট অফিসার দূ তী কোনার। ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্বাস্থ্য সম্পর্কিত এক প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করেন সোসাইটির সহ কোষাধ্যক্ষ চৈতালী ঘোষ, ডায়েটিশিয়ান অরুনিমা লাহা, ডায়েটিশিয়ান লাবনী ভট্টাচার্য শিক্ষিকাদের,ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে খাদ্যাভ্যাস সম্পর্কিত গুরুতবপূর্ণ পরামর্শ দেন। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সমস্যা ও খাদ্যের সাহায্যে তার প্রতিকার এর ওপর আলোকপাত করেন।প্রধান শিক্ষিকা রমা বন্দ্যোপাধ্যায় সোসাইটির উদ্যোগে র প্রতি সাধুবাদ জানান। সোসাইটির পক্ষ থেকে ঐন্দ্রিলা সাঁধুখা,স্বর্ণশ্রী চ্যাটার্জি,সুদীপ দাস,মনীষা মন্ডল,জয়ী সাহা প্রমুখ রা এই শিবির পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়তা করেন।সোসাইটির সদস্য অঙ্কিতা সাম বলেন,সোসাইটি টি একটি পরিবার সকলে সম্মিলিতভাবে সমাজ সেবামূলক যে কোনো কাজে সকলে এগিয়ে আসেন।