|
---|
মুর্শিদাবাদের রানীনগরে ভাইয়ে ভাইয়ে বিবাদ নিয়ে মাকে কুপিয়ে খুন করলো ছেলে
আলম সেখ, নতুন গতি, ভগবানগোলা : গত পরশুদিন মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার মদনপুর মনিচা গ্রামে একটি পরিবারে ভাইয়ে ভাইয়ে পারিবারিক ঝামেলা সৃষ্টি হয়, ভাইদের পিতা আগেই মারা গেছে বাড়িতে ছিল বিধবা মা সারবানু বেওয়া। ঘটনাস্থল থেকে জানা যায় একটি টিউবাল কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বেঁধে যায়, ঝামেলা কে থামানোর জন্য মা সারবানু বেওয়া কিছু পদক্ষেপ নিলে মা কে হেশো দিয়ে কুপিয়ে খুন করে দেই বড় ছেলে মাফিকুল ইসলাম।
বিধবা মা সারবানু বেওয়ার চার পাচ জাগায় হেশো দিয়ে কোপ মারে ছেলে মাফিকুল, মা কে মেরে ফেলার পর পলাতক সে । ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ এসে মৃত দেহ কে ময়না তদন্ত করতে পাঠায় ও মাফিকুলের তল্লাশি শুরু করে দেই।
পরিবারের আত্তিয়সজন ও প্রতিবেশীর কাছ থেকে জানা যায় মাফিকুলের মানসিক সমস্যা আছে। এমনিতেই ও যার তার গায়ে হাত তুলে দেই। যার কারণে নিজের মা কেও কুপিয়ে খুন করতে দ্বিধা বোধ করেনি। মা কে হত্যা করে মাঠের দিকে পালিয়ে যায় সে।