|
---|
বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী কে হারানোর চ্যালেঞ্জ তৃণমূলের
আলম সেখ, নতুন গতি, বহরমপুর: যদিও একটা বিপজ্জনক সময়ের মধ্যে দিয়ে দিন যাচ্ছে দেশ বাসির কিন্তু সামনে বাংলায় বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে রাজনৈতিক দল গুলো মাঠে নেমে পড়েছে। দিনের পর দিন একে অপরের দিকে আক্রমণ চলছে। তৃণমূলের তরফে বিশেষ করে টার্গেট করা হয়েছে মুর্শিদাবাদ কে, স্পেশালি বহরমপুর কে। কারণ কংগ্রেসের কেন্দ্র লেভেলের একজন বড় নেতা ও লোকসভায় বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর এর বাসিন্দা। ওনাকে হারানোর জন্য লোক সভা নির্বাচনে যথাযথ চেষ্টা করে ছিলেন তৃণমূল কিন্তু আমরা দেখেছি ভোটের দিন পায়ে হেঁটে দিন মান ছোটা ছুটি করেছেন অধীর রঞ্জন চৌধুরী। পুনরায় ওনাকে চ্যালেঞ্জের মুখোমুখি করলো তৃণমূল কংগ্রেস ।
তৃণমূল কংগ্রেসের বহরমপুর বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর অরিত মজুমদার সাংবাদিক সম্মেলন করে ওনাকে চ্যালেঞ্জ জানান। তিনি বলেন অধীর রঞ্জন চৌধুরী ঘড়ে বসে বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছে। তিনি বলেন বাঙলার মমতা ব্যানার্জির সরকার জনগণের জন্য কাজ করছে, কৃষক দের জন্য কাজ। যেই বামফ্রন্ট সরকার কে বাংলা থেকে মুছে দিতে মমতা ব্যানার্জির প্রধান ভূমিকা আছে, যেই বামফ্রন্ট সরকারের এতদিন বিরোধিতা করে এসেছে কংগ্রেসও আজকে তারাই সেই বামফ্রন্টের হাতে হাত মিলিয়ে বিরোধী করতে আসছে।
সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস জানান লোকসভা নির্বাচনে বহরমপুর ও কাঁথি এই দুটো কেন্দ্র ছাড়া সব জায়গায় হেরেছে কংগ্রেস কিন্তু যেহেতু বহরমপুর এ দীর্ঘ দিন জিতে আসছে তাই বহরমপুর কে নিজের সম্পদ ভেবে নিয়েছে এই কথা বলার পর তৃণমূল কংগ্রেস সমস্ত সাংবাদিকদের সামনে চ্যালেঞ্জ করে জানান যে সামনে বিধানসভা নির্বাচনে বহরমপুর তৃণমূল কংগ্রেসের দখলে আসবেই আসবে। হাজার বার চ্যালেঞ্জ করছি।