রসুলপুর উৎসব ঘিরে মেতেছে এলাকার মানুষ

সেখআজফারহোসেন,বিষ্ণুপুর : সম্প্রীতির এক “সুতোয় গাঁথা এই সম্মেলন ঘটবে যেথায়” এই বার্তা নিয়ে শুরু হলো ৭ তম রসুলপুর উৎসব। ভৌগলিক অবস্থানের দিক থেকে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার একটি প্রত্যন্ত গ্রাম রসুলপুর। গ্রাম হলেও এখানে সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের হাত ধরে বাঁচে , সুখ দুঃখ ভাগ করে নেয় , পায়ে পা মিলিয়ে এগিয়ে চলে সামনের দিকে, উন্নয়নের পথে। রসুলপুর উৎসব কমিটির উদ্যোগে ২২শে জানুয়ারি মঙ্গলবার বৈকাল ৩টায় রসুলপুর বাজার সংলগ্ন মাঠে মূল অনুষ্ঠানটি শুরু হয়।এদিন বেলা ১ টায় উৎসব উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। যা ছিল চোখে পড়ার মতো। তারপর মূল মঞ্চে প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অরুনাভ মিত্র। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙকর মন্ডল , বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশপ সরকার, সোনামুখীর সি আই তুলসী দাস ,রসুলপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক নৌশাদ আলী, কমিটির সভাপতি সুদেব বক্সি, সম্পাদক সেখ মণিরুল হক , প্রাক্তন শিক্ষক গোরাচাদ চক্রবর্তী, ইন্দাস থানার ওসি রাজীব পাল , পাত্রসায়ের থানার ও সি অতনু কাঞ্চিলাল, তালডাঙগলার ও সি সুভাশিষ হালদার, ইন্দপুর থানার ওসি রামনারায়ণ পাল প্রমুখ। উল্লেখ্য, পাঁচ দিনের এই রসুলপুর উৎসবের উদ্বোধনী দিনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গোটা উৎসব প্রাঙ্গণ জুড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বর্ণময় হয়ে ওঠে। এ দিন স্কুলর ছাত্র ছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।তাই ছাড়া এলাকার মেধাবী ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়।