|
---|
রাহুল রায় : পূর্ব-বর্ধমানের জামালপুর থানার কুলীনগ্ৰামে সাতসকালেই একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় প্রেমিকপ্রমিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জামালপুর থানার কুলীনগ্ৰামে গোপালদিঘীর পাড়ে একটি গাছের একটি দড়িতে উভয়ের ঝুলতে দেখতে পায় গ্ৰামবাসীর। গ্ৰামবাসীরা দেখা মাত্রই জামালপুর থানার পুলিশকে খবর দেয়া, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিকপ্রেমিকার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়। গ্ৰামবাসীর কাজ থেকে শোনা যায় প্রেমঘটিত কারণের হয়তো মর্মান্তিক পরিণতি। জানাগেছে আত্মঘাতী ছেলেটির বয়স (২১) মেয়েটির বয়স (১৫) বয়সী স্কলের ছাত্রী। মৃত্যুর কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সমস্ত ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।