|
---|
‘মহানুভবতার দেয়াল’ এর উদ্যোগে আসন্ন ঈদ উপলক্ষে দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জলঙ্গীতে
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, জলঙ্গী : মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের জোড়তলায় বেশ কিছু সংখ্যক যুবক ছেলে মিলে একটি ‘ মহানুভবতার দেয়াল’ নামে স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করে ২০১৮ সালে। তার পর থেকে এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে চলেছে এই সংস্থাটি। জোড়তলা প্রতিক্ষালয়ে পুরাতন কাপড় পোশাক রেখে দেওয়া হয় যার প্রয়োজন সে নিয়ে ব্যবহারও করতে পারে। যা মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, অনেকেই সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, সারা বছর বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে চলেছে এই সংস্থা । আর এবার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পঞ্চাশ জন দুঃস্থ দারিদ্র মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো – চাল, ডাল, মাংস, তেল, সেমাই সহ মিষ্টান্ন সামগ্রী।
করোনা বিধি মেনে দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাবিব মোল্লা, সুভরুদ্দিন মণ্ডল, সহিদুজ্জামান, নাইম মোল্লা, রণি, হাসানুজ্জামান আরও অনেকে। এই সংস্থার সভাপতি রবিউল বিশ্বাস জানান, বর্তমান সময় বড় কঠিন করোনা যে ভাবে বাড়ছে তাতে বিভিন্ন মানুষের প্রাণ ও কাজ দুই কেড়ে নিচ্ছে। বর্তমানে আর্থিক দিক থেকে মানুষের প্রাণ কুণ্ঠাগত একেবারে শোচনীয় অবস্থা। এই পরিস্থিতিতে এলাকার কিছু সংখ্যক দুঃস্থ দারিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে ঈদের খুশি ভাগ করে দিতে চাইছি। অপর এক সদস্য সানি হক জানায়- ঈদের দিনে এই মানুষ গুলির মুখে একটু আনন্দের হাসি দেখতে পেলে সেটাই হবে বড় আনন্দ। এই ‘মহানুভবতার দেয়াল’ এর সাহায্য সহযোগিতায় দুঃস্থ দারিদ্র মানুষগুলি যেমন খুশি, সেই সাথে এমন স্বেচ্ছাসেবামূলক কাজে খুশি এলাকাবাসি।