|
---|
সেখ মহম্মদ ইমরান,নতুন গতি, পিংলা:- শুক্রবার ভোরে পিংলা থানার জামনার বারবেটিয়ায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোরে বারবেটিয়ার রাজ্য সড়কে এক মারুতি ভ্যান দাঁড়িয়েছিল। কুয়াশার দৃশ্যমানতার কারণে একটি ডাম্পার দ্রুতগতিতে এসে সজোরে ওই মারুতি ভ্যানে ধাক্কা মারে। ফলে মারুতির দুইজন গুরুতর আহত হয়।ডাম্পারের চালক ও খালাসী পলাতক।
স্থানীয়রা আহত ব্যক্তিদেরকে ডেবরা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার জেরে রাস্তার উপর দিয়ে যান চলাচল ব্যাহত হয়।এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।