|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ ২১শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতিসমূহের রাজ্য কো – অর্ডিনেশন কমিটি কাটোয়া মহকুমা শাখার উদ্যোগে ঊনবিংশতিতম মহকুমা সম্মেলন অণুষ্ঠিত হল কাটোয়া রবীন্দ্রভবনে। উপস্থিত ছিলেন জেলা সহ সম্পাদক চন্দন বিশ্বাস,কেন্দ্রীয় প্রতিনিধি প্রদিব নাথ,কাটোয়া মহকুমা সম্পাদক স্বপন কুমার দে সহ প্রমুখ। কয়েকশো সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দাবিদাবা নিয়ে আলোচনা করা হয়।