|
---|
খান আরশাদ, রাজনগর: বীরভূমের রাজনগরের খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুরু হল তিন দিনের ফূটবল টুর্নামেন্ট। খোদাইবাগ গ্রামের ফুটবল ময়দানে এই ফূটবল টুর্নামেন্টটি শুরু হল। মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচটি শুরু হয় KGN ফুটবল টীম বুধপুর ও রাজনগর খাসবাজার গোলাপ স্পোর্টিং ক্লাবের মধ্যে। প্রখর রৌদ্রে ছাতা মাথায় দিয়ে দুই দলের নেপালি ও নাইজেরীয় খেলোয়াড়দের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বহু দর্শক।
ক্লাব কর্তা সেখ আলি জানান চুড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ তারিখ সোমবার। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টীমকে ট্রফি সহ ষাট হাজার টাকা ও রানার্স টীমকে ট্রফি সহ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ক্লাব কর্তা সেখ কাবুল, সেখ মিলন, প্রাক্তন পঞ্চায়েত প্রধান গাফফার খান, মীর্জা গালিব সহ আরো অনেকে।