|
---|
জাকির হোসেন সেখ, ২১ সেপ্টেম্বর নতুন গতি: গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ব্যাপারে দেবাঞ্জন বল্লভের নাম উঠে আসে। কারণ ইলেকট্রনিক মিডিয়ার অনেক ভিডিও চিত্রে বাবুল সুপ্রিয়োর সঙ্গে তাঁকে মারমুখী অবস্থায় দেখা গিয়েছিল। সেই দেবাঞ্জন বল্লভের মা হলেন রূপালি দেবী। জানা গিয়েছে তিনি ক্যান্সার আক্রান্ত। ঘটনার পরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুমকি দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। সুত্রের খবর, তার পরেই তিনি ছেলেকে ক্ষমা করে দেয়ার জন্য বাবুল সুপ্রিয়োর কাছে আর্জি জানান। এক শ্রেণীর সংবাদ মাধ্যম যা ফলাও করে প্রচার করে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এরই পরিপ্রেক্ষিতে আজ তাঁর এক ফেসবুকে পোস্টে দেবাঞ্জন বল্লভের মাকে আশ্বস্ত করে বলেছেন, ‘‘চিন্তা করবেন না মাসিমা – আমি কোনো ক্ষতি করবোনা আপনার ছেলের !! ওর ভুল থেকে ও শিক্ষ্য নিক এটাই চাই ! আমি নিজে কারো বিরুদ্ধে কোনো FIR তো করিইনি – কারোকে করতেও দিইনি – আপনি দুশ্চিন্তা করবেন না – তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা ! আমার প্রণাম নেবেন৷’’
অভিযুক্ত নিগ্রহকারীদের প্রতি দিলীপ ঘোষ যেখানে পাল্টা আক্রমণ করার হুমকী দিয়েছেন সেখানে বাবুল সুপ্রিয়োর এমন উদারতা দেখে অনেকেই তাঁর প্রশংসা করতে শুরু করেছেন।
নিন্দুকেরা বলছেন, “দলের বাইরে তাঁর গ্রহণযোগ্যতা বাড়লেও বিজেপির অন্দরে বাবুল সুপ্রিয়োর প্রতিদ্বন্দ্বীই বেড়ে গেল।