|
---|
লু তুব আলি : দুর্গাপুরে অনুষ্ঠিত হল দোলনচাঁপার প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের পরিচালনায় দুর্গাপুরের বিদ্যাসাগর মডেল হাইস্কুলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখার্জি। অনুষ্ঠানের প্রারম্ভে নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। করোনার পর এই প্রথম বার দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন দুর্গাপুরের বুকে ছবি আঁকা, সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতার আসর বসিয়ে দুর্গাপুর বাসীকে তাক লাগিয়ে দিয়েছে বলে অনুষ্ঠানে উপস্থিত অনেক বক্তা এই অভিমত ব্যক্ত করেন। প্রায় ২৫০ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের কর্ণধার কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী দুর্গাপুর বাসিকে অভিনন্দিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সেলিম দুরানি, রঞ্জনা কর্মকার, সত্যকাম বাগচি, জ্যোতির্ময় রায়, নন্দিনী লাহা, সুতপা চৌধুরী, কাকলি দেবনাথ, পায়েল দাস শর্মা, চন্দন গান্ধী, সোমা বিশ্বাস। সংগীতশিল্পী অধ্যাপিকা মধুমিতা জমিদার, বিশিষ্ট শিক্ষাব্রতী কাজী নিজাম উদ্দিন, মিতা রায়। অংকন বিভাগের বিচারক হিসাবে উপস্থিত ছিলেন নীলোৎপল ভট্টাচার্য, চন্দন গোস্বামী। দোলনচাঁপার দুর্গাপুর ইউনিট থেকে সুমন শেঠ, সুমিতা রায়, সুতপা চৌধুরী প্রমুখ। এদিনের অনুষ্ঠানে ব্যবস্থাপনায় ছিলেন কল্লোল কাজী, সুব্রত রায়। সোনালি কাজী জানান, দোলনচাঁপার উদ্যোগে এই প্রথমবার প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান করে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ভবিষ্যতে আরও বড় করে এই ধরনের অনুষ্ঠান করার প্রেরণা জোগালো।