|
---|
লুতুব আলি, ১৪ জানুয়ারি : নন্দনে লিটল ম্যাগাজিন মেলায় প্রকাশিত হল খিদের শ্রাবণ নন্দনে চলছে লিটল ম্যাগাজিন মেলা। বিশিষ্ট কবি দেবাশীষ মুখোপাধ্যায়ের অনুগল্প সংকলন খিদের শ্রাবণ প্রকাশিত হল। অনুগল্প সংকলনের কবিতার বইটি দুর্গাদাস মিদ্দার আরাত্রিক পত্রিকার ৩৪২ নম্বর স্টল থেকে আনুষ্ঠানিকভাবে এই বইটির প্রকাশ হয়। ঈশপ প্রকাশন থেকে নিখুঁতভাবে এই বইটি প্রকাশ হয়েছে। বইটির সমস্ত কবিতা মাটির কাছাকাছি মানুষের প্রাত্যহিক জীবনের নানান সংকট, ভেদাভেদ, ঈর্ষা, উদ্বেগ, প্রেম বিরহ, ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে। কবি দেবাশীষ মুখোপাধ্যায় বলেন, গতবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাঁর কবিতার বই শিশিরের নূপুর বইটি প্রকাশিত হওয়ার পর পাঠক মহলে ব্যাপক সাড়া পাওয়া যায় গেছে। এবারও ক্ষিদের শ্রাবণ বইটি সমাদ্রিত হবে বলে তিনি আশাবাদী।