আন্তরিক সাহিত্য পত্রিকার বিবেক উৎসব দুর্গাপুরে।

লুতুব আলি, বর্ধমান, ১৪ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন উপলক্ষে দুর্গাপুরের অনুষ্ঠিত হল বিবেক উৎসব। আয়োজক আন্তরিক সাহিত্য পত্রিকা। দুর্গাপুরের অরভিল পার্কে এই অনুষ্ঠানটি হয়। পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহ রায় সকলকে স্বাগত জানান। অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় সমগ্র ভারতকে গ্রাস করতে চাইছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের ফলে জাতীয়তাবাদ ও দেশপ্রেম বিনষ্ট হতে চলেছে বলে বিবেক উৎসবের অতিথিরা উদ্বেগ প্রকাশ করেন। স্বামীজি চেয়েছিলেন : অখন্ড ভারত ও মৈত্রীর মেলবন্ধন ঘটাতে। বিপর্যস্ত ব্যবস্থাপনায় স্বামীজীর আদর্শকে আরও বেশি করে প্রচার-প্রসার ঘটানো দরকার বলে অনেকে মনে করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ বিমল রায়, অশোক সিংহ রায়, সাহিত্যিক কালীপ্রসাদ দত্ত, শিবপ্রসাদ রুদ্র, তরুণ সাহা, দূরদর্শন শিল্পী সুনীল কুমার মেহেতা, চন্দ্রা পাঁজা, অর্চনা সিংহ রায়, জয়া মোদক, পাঁচু গোপাল ব্যানার্জি, পাপিয়া ভট্টাচার্য, রনজিত কুমার সিং, দীপেন্দু বিকাশ কর ও আনন্দ লহরির সদস্যরা। বিবেক উৎসব উপলক্ষে শিশুদের নিয়ে একটি মনোজ্ঞ অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।