দিদির”সুরক্ষা কবচ” অনুষ্ঠানে ইনসাফ কায়েমের বার্তা

আর এ মন্ডল,ইন্দাস : সম্প্রতি ৯ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার পশ্চিম সীমান্ত সংলগ্ন বাঁকুড়ার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে অনুষ্ঠিত হলো “দিদির সুরক্ষা কবচ” এর আনুষ্ঠানিক সূচনা।ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্য্যালয়ে বেলা ত টার সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন কল্পে সকলের কল্যাণ ও মঙ্গলার্থে দিদির সুরক্ষা কবচ বিষয়ক কর্মসূচির ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিষ্ণুপুর মহকুমার সাংগঠনিক সভাপতি সুব্রত দত্ত।ব্লক নেতৃবৃন্দের সহযোগিতায় ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।ব্লকের বিভিন্ন অঞ্চলের শাখা সংগঠনের বিশেষ কর্মী এবং ব্লক স্তরের নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন নাসের আলি মোল্লা,নিহার সরকার,রামপ্রসাদ ঘোষ,রুহুল মেটে, নিমাই মোহান্তি, আব্দুল গফ্ফার,চন্দন রক্ষিত, বিশ্ব নাথ ঘোষ, অসীম সাম প্রমুখ।
ঐ দিনই সাংবাদিকদের সরাসরি প্রশ্নের জবাব দেন মহকুমার সভাপতি সুব্রত দত্ত এবং ব্লক সভাপতি সেখ হামিদ। এক’শ দিনের কাজ, শিক্ষক নিয়োগ ও আবাস যোজনা ইত্যাদির কাজের ক্ষেত্রে দূর্নীতির প্রশ্নে সেখ হামিদ বলেন যে, সংবাদ মাধ্যম হচ্ছে দেশের চতুর্থ ধাপ, সেই বিষয়টিকে মান্যতা দিয়ে সত্য ন্যায় নিষ্ঠ তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের জন্য আবেদন করা হচ্ছে। মিডিয়া যে সব দূর্নীতির কথা বলে,মা মাটি মানুষ এর সরকারের মর্যাদাকে ক্ষুন্ন করতে চায়,তাঁরা নিশ্চয় জানেন যে,- বিভিন্ন প্রকল্পে শুধুমাত্র জাতীয় স্তরেই নয়, আন্তর্জাতিক স্তরেও সেরার তকমা মা মাটি সরকারের মান মর্যাদাকে বিশ্ব বাসীর সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরছে। তাদের প্রত্যাশিত আশা মানুষের পাশে থাকা সরকারের দিদির সুরক্ষা কবচ আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে বাঁকুড়া জেলায় ইতিহাস সৃষ্টি করবে। আজ থেকেই তাঁরা এগিয়ে যাবেন বলেও জানান ব্লক সভাপতি সেখ হামিদ।