পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডে ফাজিল পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অধিকারি হুগলী জেলার কুমিরমোড়া শান্তিনগরের সেখ হাবিবুল্লাহ কে তাঁর নিজ বাড়িতে গিয়ে মানপত্র দিয়ে সম্বর্ধনা জানাল ফুরফুরা শরীফ

    নতুন গতি ,ফুরফুরা শরীফ: পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের নির্দেশে আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ) এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডে ফাজিল পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অধিকারি হুগলী জেলার কুমিরমোড়া শান্তিনগরের সেখ হাবিবুল্লাহ কে তাঁর নিজ বাড়িতে গিয়ে মানপত্র দিয়ে সম্বর্ধনা জানান।
    সংগঠনের সদস্যরা এবং ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য সেখ হাবিবুল্লাহ কে সর্বরকম সাহায্যের প্রতিশ্রুতিদেন।