|
---|
নিজস্ব সংবাদদাতা,ডোমকল: পুরো বাংলা যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর -এর মূর্তি ভাঙার প্রতিবাদে কম্পিত ঠিক সেইসময় মুর্শিদাবাদ জেলার ডোমকলে পথে নেমেছে কবি-সাহিত্যিক থেকে সাধারণ এলাকাবাসী। বাংলার নবজাগরণের প্রধান পথিকৃৎ হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু রাজনৈতিক সমর্থকদের তাণ্ডবে ভূলুণ্ঠিত হলেন বিদ্যাসাগর৷ সমাজের ধারক-বাহকের অবমাননা দেখেছে তিলোত্তমা৷ আর এই ঘটনার পর থেকে ক্ষোভের আগুনে ফুঁসছে গোটা রাজ্য।
সকলের একটাই সুর দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এদিন ডোমকল বাজারে পাঁয়ে হেঁটে ধিক্কার মিছিল যোগ দেয় নাগরিক সমাজ।
কবি এম এ ওহাব জানান, বর্ণমালা যার জন্য আমরা শিখতে পেরেছি, যার জন্য আমরা বাংলা ভাষা বলতে পারি তিনি হলেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই মনিষীর মূর্তি যে বা যারা বেঙেছে তারা ‘বাঙালিয়ানা’ ও বাংলার সংস্কৃতিতে আঘাত হেনেছে। আমাদের দাবি এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।