|
---|
F.I.R:
একটি অভিযোগ পুলিশ থানায় এফআইআর হিসাবে নথিভূক্ত হয় যখন কোন তদন্তকারী অফিসার বা থানা তে ভারপ্রাপ্ত অফিসারের কাছে এফআইআর ধার্য করা যায়।(খুন, ধর্ষণ ইত্যাদি ব্যাপারে থানাতে এফআইআর করা হয়)
অপরাধীর শাস্তি দাবী করে বা আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে থানায় সরাসরি অপরাধের সংবাদ লিপিবদ্ধ করাকে বলে এজাহার। যা FIR নামেও পরিচিত। F.I.R হলো First Information Report বাংলায় প্রাথমিক তথ্য বিবরণী । এ বিবরণটা প্রথম দেয়া হয় বলে একে প্রাথমিক তথ্য বিবরণী বলে। কোন থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট কোন অপরাধ সংঘঠিত হওয়া সম্পর্কে কোন সংবাদ মৌখিকভাবে প্রদান করা হলে তিনি সাথে সাথে তা লিখে তথ্য প্রদানকারীকে পড়ে শুনাবেন এবং তার স্বাক্ষর নিবেন। লিখিতভাবে প্রদত্ত সংবাদেও তথ্য প্রদানকারী স্বাক্ষর করবেন। এই তথ্য বিবরণী উক্ত অফিসার, সরকার কর্তৃক নির্দেশিত ফরমে লিপিবদ্ধ করবেন। তারপর ওই তদন্তকারী অফিসার উক্ত ঘটে যাওয়া ব্যাপারে তদন্ত করবে। তারপরে শুরু হয় কেস। ম্যাজিস্ট্রট আমলযোগ্য কোন অপরাধ তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিলে ম্যাজিস্ট্রেটের প্রেরিত লিখিত খবরই পুলিশ কর্মকর্তা এজাহারে গণ্য করে ব্যবস্থা নিবেন।
আমল অযোগ্য ঘটনার তদন্ত ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া করতে পারবেন না।
এজাহার আদালতে আসার সঙ্গে সঙ্গেই কোর্ট অফিসার তা ম্যাজিস্ট্রেটের নিকট পেশ করবেন।
জেনারেল ডায়েরি ( G.D):
বাকি থানাতে অফিসারের কাছে ছোটখাট ব্যাপারে যে অভিযোগ নথিভুক্ত করা হয় তাকে জিডি জেনারেল ডায়েরি বলে।ডায়েরীতে লিপিবদ্ধ হবে নালিশকারীরদের নাম, ঠিকানা, ধৃত ব্যক্তির নাম, উদ্ধার করা অস্ত্রের বিবরণ, জব্দকৃত মালামালের বিবরণ, আসামী কোর্টে চালান দেয়ার তথ্য, এলাকার খাদ্য-শস্যের মূল্য, উত্পাদন, রাজনৈতিক অবস্থা, থানায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমন-প্রস্থান ইত্যাদি সকল বিবরণ, মোট কথা জিডি হলো একটি থানার চলমান চিত্ররূপ। জিডিতে দিনের যাবতীয় কার্যক্রম ও সংবাদাদি লিপিবদ্ধ করা হলেও সাধারণ মানুষ বিভিন্ন কারণে বিশেষত কারো দ্বারা ভীতি প্রাপ্ত হলে, নিরাপত্তার অভাব বোধ করলে থানায় গিয়ে প্রায়ই জিডি করেন।
*পেজটাকে শেয়ার ও লাইক এর মাধ্যমে প্রত্যেক সাধারণ মানুষের কাছে আইনের সাধারণ নিয়ম কানুন গুলি পৌঁছে দিন।
D ifference between F.I.R and GD.
A First Information Report (FIR) is a written document prepared by police organizations in India when they receive information about the commission of a cognizable offence. It is generally a complaint lodged with the police by the victim of a cognizable offense or by someone on his on her behalf, but anyone can make such a report either orally or in writing to the police. An FIR is an important document because it sets the process of criminal justice in motion. It is only after the FIR is registered in the police station that the police take up investigation of the case. Anyone who knows about the commission of a cognizable offence, including police officers, can file an FIR. General Diary is an important document in Indian Police station, which is used to record every major incident (e.g. theft, murder, traffic accidents) happening within the jurisdiction of the police station on a daily basis. The General Diary is likely to be maintained by a veteran Head Constable (equivalent to a Sergeant) known as G.D Charge Head Constable.
লিখেছেন অ্যাডভোকেট শবনম সুলতানা,যে কোন প্রকার আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন Ph-8001922227
https://www.facebook.com/sabnamassociates/