বিশেষ আলোচনা সভা ও করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সভা ডোমকলে

বিশেষ আলোচনা সভা ও করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সভা ডোমকলে

    নতুন গতি,মুর্শিদাবাদ:উপস্থিত আছেন,ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কামরুজ্জামান মন্ডল মহাশয় এবং দলনেতা আলম খান ও ডোমকল বিধানসভার কৃষক সভার সভাপতি সফিউল ইসলাম মহাশয় আরো ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড চেয়ারম্যান ব্যক্তিগণ সহ আরো কর্মীগণ উপস্থিত হয়েছিলেন l
    করোনাভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা কর্মীদের নিয়ে এবং সচেতন থাকার বার্তা দিলেন
    ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মাননীয় কামরুজ্জামান মন্ডল l
    এবং ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্টের হাতে ভোটের তালিকা লিস্ট তুলে দিলেন এবং
    সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সচেতন করার বার্তা দিলেন এবং কর্মীদের কে সমস্ত মানুষকে দিদির বার্তাগুলো সাধারণ মানুষের কাছে বিস্তার করুন
    করোনাভাইরাস নিয়ে দিদি আমাদের সমস্ত রকমের ব্যবস্থা রেখেছেন এবং সমস্ত বিষয়ে খোঁজখবর নিচ্ছেন সেগুলো সাধারন মানুষের কাছে আপনারা বুঝান আতঙ্ক হবেন না
    এ কথা সাধারণ মানুষের কাছে আপনারা তুলে ধরুন
    এভাবে বিস্তারিত আলোচনা করলেন
    ডোমকল টাউন প্রেসিডেন্ট কামরুজ্জামান মন্ডল