|
---|
মালদা: অশুভ শক্তিকে বিনাশ করতে রীতি-রেওয়াজ মেনে কালীপুজোর পরের দিন শুক্রবার বিকালে শুকর নিধনে মাতলেন যাদব সম্প্রদায়ের মানুষজন। এদিন ইংরেজবাজারের খাসিমাড়ি এলাকায় শুকর নিধনে মিলিত হন যাদব সম্প্রদায়ের শতাধিক মানুষ। জানা যায় এদিন শুকর নিধন শুরুর পূর্বে নিজেদের গবাদিপশু রীতি-রেওয়াজ মেনেই ফুল, কলার থোকা এবং সিঁদুর দিয়ে চুমানো হয়। এরপরই রীতি-রেওয়াজ মেনে দীর্ঘ বছর ধরে চলে আসা শুকর নিধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যে গবাদিপশু শুকর নির্ধারণ করেন সেই গবাদিপশুর মালিক সকল যাদব সম্প্রদায়কে রীতি মেনেই মিষ্টি সহ অন্যান্য উপকরণ খাওয়ানোর ব্যবস্থা করেন। এদিকে স্থানীয় সমাজসেবী বাপি ঘোষ, মহাদেব ঘোষ, তপন ঘোষ,শ্যাম ঘোষ, দিলীপ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনের উপস্থিতিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় শুকর নিধন প্রতিযোগিতা। এই বিষয়ে বাপি ঘোষ জানান, প্রায় ২০০ বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে এই শুকর নিধন অনুষ্ঠান। আজ এই প্রতিযোগিতায় শুকর নিধন করে মহাদেব ঘোষ এর গবাদি পশু।