হাড়োয়া কালিকাপুরে উদ্বোধন হলো সমবায় ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট


নাজিবুল্লাহ রহমানি, হাড়োয়াঃ উত্তর 24 পরগনা হাড়োয়ার খরদা দীর্ঘদিনের দাবি মত বাদুড়িয়া সমবায় ব্যাংকের উদ্যোগে হাড়োয়া খড়দহ কালিকাপুরে উদ্বোধন হলো সমবায় ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট। শনিবার বিশিষ্টজনদের উপস্থিতিতে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সার্ভিস পয়েন্টের শুভ সূচনা করা হয়।স্বভাবত এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকার জনসাধারণের উৎসাহ-উদ্দীপনার ছিল চোখে পড়ার মতো। খুশি এলাকার প্রান্তিক চাষী থেকে শুরু করে আমজনতা। হাড়োয়া কো-অপারেটিভ ব্যাংক এর সভাপতি ও হাড়োয়া খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শফিক আহমদ মাদার, পুকুরিয়া সমবায় ব্যাংকের সেক্রেটারি আশরাফুল আমিন বুলবুল, শ্রী মৃণাল কুমার ঘোষ ফিল্ড এক্সিকিউটিভ অফিসার উত্তর 24 পরগনা, শ্রী প্রদীপ কুমার ফাড়িকাল অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাজ্য সমবায় ব্যাংক, শ্রী শৈবাল সমাদ্দার ব্রাঞ্চ ম্যানেজার বাদুড়িয়া সমবায় ব্যাংক। কালিকাপুর সার্ভিস পয়েন্ট এর সভাপতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জুম্মান আলী শেখ বলেন মানুষের চাহিদা মতো দীর্ঘদিনের দাবি ছিল আমরা তা পূরণ করতে পেরেছি ফলে এই অঞ্চলের সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন বলে আমরা আশাবাদী। এই ব্যাংকের মাধ্যমে যে সমস্ত সুবিধা পাবেন সাধারণ মানুষ তার মধ্যে অন্যতম হলো কম সুদে কৃষক ও স্বনির্ভর গোষ্টিকে স্বল্প সুদে ঋণ দেওয়া, কৃষি কার্যের জন্য কৃষকদের কীটনাশক, সার,বীজও কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা ইত্যাদি। এছাড়াও সাধারণ মানুষ এই ব্যাংকের মাধ্যমে টাকা যে কোন সময় আদান-প্রদান করতে পারবে বলে জানান ব্যাংকের কর্মকর্তারা।